![Poran Kande](https://source.boomplaymusic.com/group10/M00/10/26/797887807a1e4223a112f820f4149ab0H3000W3000_464_464.jpg)
Poran Kande Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2023
Lyrics
তোর লাগিয়া আজো আমার
পরাণ কান্দেরে,
আগের মতো কাছে পাওয়ার
ইচ্ছে জাগে রে।
কোন ভুলে আমারে ছাইড়া,
চইলা গেলি তুই।
এখন আমি একলা একা
স্মৃতিগুলো ছুঁই,
তোর লাগিয়া আজো আমার
পরাণ কান্দেরে
আগের মতো কাছে পাওয়ার
ইচ্ছা জাগে রে।
বলেছিলি তুই আমারে,
ভুইলা যাবিনা,
এখন কি আমারে বন্ধু মনে পড়ে না।
বলেছিলি তুই আমারে,
ভুইলা যাবিনা,
এখন কি আমারে বন্ধু মনে পড়ে না।
কোন ও ভুলে আমারে
ছাইড়া চইলা গেলি তুই
এখন আমি একলা একা
দুঃখগুলো ছুঁই,
তোর লাগিয়া আজো আমার
পরাণ কান্দেরে,
আগের মতো কাছে পাওয়ার
ইচ্ছা জাগে রে।
তোর দেওয়া শত কষ্ট
ভুইলা যাইতে চাই,
এখনও অপেক্ষায় বন্ধু,
যদি তোরে পাই।
তোর দেওয়া শত কষ্ট
ভুইলা যাইতে চাই,
এখনও অপেক্ষায় বন্ধু,
যদি তোরে পাই।
কোন ও ভুলে আমারে
ছাইড়া চইলা গেলি তুই
এখন আমি একলা একা
দুঃখগুলো ছুঁই,
তোর লাগিয়া আজো আমার
পরাণ কান্দেরে,
আগের মতো কাছে পাওয়ার
ইচ্ছা জাগে রে।
তোর লাগিয়া আজো আমার
পরাণ কান্দেরে,
আগের মতো কাছে পাওয়ার
ইচ্ছা জাগে রে।