![Valobaisha Mon Karia](https://source.boomplaymusic.com/group10/M00/10/24/5f5f574f6c894ce1b05bfff751fdb46dH3000W3000_464_464.jpg)
Valobaisha Mon Karia Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2023
Lyrics
ভালোবাইসা মোন কাড়িয়া
করলি আবার ছল
বুকে দিয়া দু:খ নদী
দুই চোখেতে জল।
বন্ধুরে তোর প্রেম সাগরে
ভাসাইয়া প্রেম তরী
কুলহারা যে হইলো রে মন
অকূলে তে পরি। ২
তোর হাতেই জীবন মরণ
কি যে করি বল।
বুকে দিয়া দু:খ নদী
দুই চোখেতে জল।
ভালোবাইসা ...
একূল ওকূল দুইকূল গেল
তোর প্রেমেতে পড়ে
মোনের দুকূল ভাঙ্গলো শুধু
কোন কূল না গড়ে। ২
দু:খ হইলো চিরসাথী
চক্ষু ছলছল।
বুকে দিয়া দু:খনদী
দুই চোখেতে জল।