![Agun Binai Pore](https://source.boomplaymusic.com/group10/M00/07/05/c23ac36cfb2647b4aefc0f750be58339_464_464.jpg)
Agun Binai Pore Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
মনের খাঁচার পাখি হইয়া
উড়াল দিলি কেমন কইরা
কোন সুখেরই আবেশ পাইয়া
রইলি কোথায় দূরে যাইয়া।
কেমন বোঝাই তোরে
অন্তরে তুই কি ছিলি রে
তোরে ছাড়া অন্তর শুধু
আগুন বিনাই পোড়ে।
এই দুই চোখে দুই চোখ রাইখা
দেইখাছো স্বপন
এই মনেতেই খুইজা পাইতি
সুখেরই ভুবন।
কেমনে সবই ভুইলা গেলি
কোনবা রঙিন ঘোরে।
কেমন করে ----- পোড়ে।
না বুইঝা তোর ছলছাতুরি
কইরাছি আপন
বুকের মাঝে দিলি আঘাত
ভাসাইলি নয়ন।
বুকের খাঁচায় বন্ধ মোনটা
কাইন্দা কাইন্দা মরে।
কেমন করে ----- পোড়ে।