![Dana Kata Pakhi](https://source.boomplaymusic.com/group10/M00/11/08/12bb425a6d834983bd64aca60d387c10H1400W1400_464_464.jpg)
Dana Kata Pakhi Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
ডানা কাটা পাখি হইয়া ব্যর্থ চেষ্টা উড়িবার
যে জন আমার মন বোঝে না এমন জনের কি দরকার
অন্ধকারের প্রদীপ হইয়া মিটাইছিলাম প্রয়োজন
সে ভাবিলো খেলার পুতুল আমি বলি প্রিয়জন
কি জ্বালাতন বুকে লইয়া কাটে দিন রজনী
যার মায়াতে ছিলা পাগল তার খবরটা লইছনি?
যায় রে সময় কত আসে যায়
আসে না সজনী
এত পাষান হয় কি করে মানুষ
বোঝে না মন মনি
এখনো তোমার আশায় রয়ে যায় এই মন আমার
স্বপ্ন কেনো দেখে দিবারাতি?
দুটি চোখ আর কখনো পড়বে না তোমার পানে
তাই অশ্রু ভিজায় গেলো মাটি
যাচ্ছে সময়
যাচ্ছে দিনকাল
ভেতর বাহির সবটা জুড়ে উথাল-পাথাল
মন বোঝেনা তুমি নেই যে আমার
হয়ে গেছো অন্য কাহার
কি জ্বালাতন বুকে লইয়া কাটে দিন রজনী
যার মায়াতে ছিলা পাগল তার খবরটা লইছনি?
যায় রে সময় কত আসে যায়
আসে না সজনী
এত পাষান হয় কি করে মানুষ
বোঝে না মন মনি
কি জ্বালাতন বুকে লইয়া কাটে দিন রজনী
যার মায়াতে ছিলা পাগল তার খবরটা লইছনি?
যায় রে সময় কত আসে যায়
আসে না সজনী
এত পাষান হয় কি করে মানুষ
বোঝে না মন মন