![Bekar Cheler Naire Kono Dam](https://source.boomplaymusic.com/group10/M00/10/24/eeb32ebdbf5b482587243b325c6f4ea1H3000W3000_464_464.jpg)
Bekar Cheler Naire Kono Dam Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2023
Lyrics
বেকার ছেলের এই সমাজে
নাইরে কোন দাম
মাঝে মাঝে বিনা দোষেও
হয় শুধু বদনাম।
কেউ বোঝেনা বেকারত্ব কেমন
বিষের জ¦ালা
পান থেকে চুন খসলে পরে
পায় যে অবহেলা।
বয়সটা যে রেসের ঘোড়া
ছুইটা শুধু যায়
দিনে দিনে আশাগুলো
ডুবে হতাশায়।
বাবার অসুখ মায়ের গায়ে আছে ছেড়া শাড়ি
বোঝেনারে সমাজ সেটা কত্তখানী ভারী।
দিন কাটেনা রাত কাটেনা কাটে না যে বেলা
কষ্টগুলো কেউ বোঝে না করে শুধু হেলা।
আপন মানুষ দিনে দিনে
পর হইতে চায়
বন্ধু স্বজন লোকসমাজেও
মুখ দেখানো ভয়।
ভালোবাসার মানুষটাও যে পর হইয়া যায়
বেকার ছেলের সাথে যেন জুড়ি মেলা দায়।
বিধি কেন কইরা বেকার খেলে নিঠুর খেলা
বেকার মনে কষ্টরা সব বাধে মিলন মেলা।