Prem Hobe Na Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
প্রেম হবে না
আমার বুকের ভিতর সুখের বাসর খুঁজতে তুমি এসো না...
সত্যি বলছি আমাকে দিয়ে প্রেম হবে না!
তিল থেকে তাল হতে পারে, বালিকণা থেকে পাহাড়,
তেতুল পাতায় হতে পারে, সাত সুজনের আহার!
কল্পকথার গল্প এমন বলতে আমি পারবো না,
সত্যি বলছি আমাকে দিয়ে প্রেম হবে না!
তুমি যদি বলো সঙ্গে চলো, যেতে পারি আমি নরকে,
তোমার তরে বুকটা চিরে, দেখাতে পারি পলকে!(২)
এমন অবাস্তব কথা বলতে আমি পারবো না
সত্যি বলছি আমাকে দিয়ে প্রেম হবে না!
সত্যি করে বলছি আমি দিচ্ছি তোমায় কথা,
তোমার জন্যে রাখবো বাজি আমার ঘাড়ের মাথা !(২)
এই যুক্তি ছাড়া উক্তির ছড়া জীবনের সাথে মিলবে না !
সত্যি বলছি আমাকে দিয়ে প্রেম হবে না