Ekta Takar Machine Packet Hoiche Lyrics
- Genre:Rock
- Year of Release:2024
Lyrics
একটা টাকার মেশিন প্যাকেট হয়েছে
সাদা কাপড়ে জীবন ভর ছাইপা টাকায় শুধুরে
একটা টাকার মেশিন প্যাকেট হয়েছে
সাদা কাপড়ে জীবন ভর ছাইপা টাকায় শুধুরে
পাখির মতো উড়াল দিয়া আসবো দেশেতে
আজকে তাকে মানা করবে কে
সাধের আত্মীয় স্বজন মেশিন টা শোয়াইব মাটিতে
প্রবাস জীবন পাখির মতো উড়াল দিতে চায় এই মন
থুইয়া গেছে মা বাবারে হইয়া গেছে সাধের বউ
ছুটি পাইলে আইতে কয়না টাকার জন্য কেউ
বাবা আর কয়টা দিন থাক বাড়িটা পাকা হইয়া যাক
আদর করে কইছে মায়ে ফেলতে পারে নাই
আজ কবর টারে টাইলস কইরা বাধাই রাখবেরে
টাকার মেশিন ঘুমায় থাকবে অতি যতনে
প্রবাস জীবন পাখির মতো উড়াল দিতে চায় এই মন
কেমন আছি খাচ্ছি কি
কেমন আছি খাচ্ছি কি
হাসি দিয়া মিথ্যা বলা অভাগার স্বভাব
চোখটা হল চাতক পাখি
ফোনের দিকে চাইয়া থাকি
একটা পলক দেখার অপেক্ষায়
আজ কবর টারে টাইলস কইরা বাধাই রাখবেরে
টাকার মেশিন ঘুমায় থাকবে অতি যতনে
প্রবাস জীবন পাখির মতো উড়াল দিতে চায় এই মন