![Valobashar Moto Valobashle](https://source.boomplaymusic.com/group10/M00/10/26/f1b9244936014d7d80a29d6064b3c92bH3000W3000_464_464.jpg)
Valobashar Moto Valobashle Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2023
Lyrics
ভালোবাসার মত ভালোবাসলে
তারে কি গো ভোলা যায়
ভালোবাসার মত ভালোবাসলে
তারে কি গো ভুলা যায়
ক্ষনিকের ভুলেও বিরহ নামলেও
ক্ষনিকের ভুলেও বিরহ নামলেও
মন থেকে তারে কি গো মুছা যায়
তারে কি গো ভুলা যায়।
ভালোবাসার মত ভালোবাসলে
তারে কি গো ভুলা যায়।।
ভালোবাসা জাতি মানেনা,
কভু হাঁসি কভু কান্না।।
ভালোবাসা জাতি মানেনা,
কভু হাঁসি কভু কান্না
দু'চোখে জলে ভরে কত ব্যাথা সহ্য করে,
দু'চোখে জলে ভরে কত ব্যাথা সহ্য করে,
মন চেয়ে থাকে তবু তার আশায়..
তারে কি গো ভুলা যায়।
ভালোবাসার মত ভালোবাসলে
তারে কি গো ভুলা যায়।।
====================
ভালোবাসা ঈশ্বরের দান,
বুকে ধরে করো সম্মান।।
ভালোবাসা ঈশ্বরের দান,
বুকে ধরে করো সম্মান
সারা সারা রাত ধোরে
নেয় প্রেমই ঘুম কেড়ে,
সারা সারা রাত ধোরে
নেয় প্রেমই ঘুম কেড়ে,
বদনাম বঞ্চনা আসে গায়,
তারে কি ভুলা যায়
ভালোবাসার মত ভালোবাসলে
তারে কি গো ভুলা যায়
ভালোবাসার মত ভালোবাসলে
তারে কি গো ভুলা যায়
ভালোবাসার মত ভালোবাসলে
তারে কি গো ভুলা যায়।।