Eso Sompritir Bangla Gori Lyrics
- Genre:Pop
- Year of Release:2025
Lyrics
স্বর্গ নরক কেবল
দ্বারে আছে কনস্টেবল
স্বর্গ নরক কেবল
দ্বারে আছে কনস্টেবল
সুদূর পরলোকের ব্যাপার
প্রলাপ নয় খ্যাপার
ইহলোকে এদের অস্তিত্ব
মানবতা প্রেম ব্যক্তিত্ব
মানুষে মানুষে সম্প্রীতিময়
ইতিহাসহীন হিংসাহীন করুনাময়
সম্পর্ক গড়ে উঠলে
সুখী হবো অনন্তকালে
জগৎ স্বর্গীয় সুষমা
গড়বো ভালোবাসা চন্দ্রিমা
বিবেকহীন মানুষের অপকর্ম
সৃষ্টি করেছে জাতিধর্ম
নিষ্ঠুরতার বিস্তার ঘটলে
ভেঙ্গে যাবে দেশ অঞ্চলে
জগৎ হয়ে উঠে
একতার ভালোবাসার জনকন্ঠে
মানুষে মানুষে সম্প্রীতিময়
ইতিহাসহীন হিংসাহীন করুনাময়
সম্পর্ক গড়ে উঠলে
সুখী হবো অনন্তকালে
জগৎ স্বর্গীয় সুষমা
গড়বো ভালোবাসা চন্দ্রিমা
জগৎ স্বর্গীয় সুষমা
গড়বো ভালোবাসা চন্দ্রিমা