Seito Manush Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
কথা কাজে যার
নাই কোনো নড়চড়
থাকে নাকো আবেগ,
ইমোশন, অ্যাটিচ্যুড বিবেক,
সেই তো মানুষ হু সেই তো মানুষ।
কথা ও কাজের আগে
জাগে যারা জাগে
ভাবে যে জন,
তার সারাটা জীবন
সে নয়কো বেহুশ
কথা কাজে যার
নাই কোনো নড়চড়
থাকে নাকো আবেগ,
ইমোশন, অ্যাটিচ্যুড বিবেক,
সেই তো মানুষ হু সেই তো মানুষ।
যে কথ
সৎ পথে চলে
ভেবে সব দিক,
কাজ হয় ঠিক।
সেই তো মানুষ হু সেই তো মানুষ।
কথা কাজে যার
নাই কোনো নড়চড়
থাকে নাকো আবেগ,
ইমোশন, অ্যাটিচ্যুড বিবেক,
সেই তো মানুষ হু সেই তো মানুষ।