Tomai Chand Vebechilam Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2024
Lyrics
তোমায় পেয়ে পৃথিবী পেয়েছিলাম
তোমায় চাঁদ ভেবেছিলাম ।
আজ কোথায় মিলিয়ে গেলে হায়
তুমি ছিলে এত কাছে তাই
পৃথিবীতে স্বর্গ পেয়েছিলাম
তার স্নেহের স্পর্শে
সুখের গান গেয়েছিলাম
তুমি গেলে দূরে
হারিয়ে আমার জীবন হতে
ঘুমের চেয়েও বেশি কিছুতে
কত কথা দিয়ে ছিলে
যাবেনা কোনোদিন ফেলে
কিন্তু একই হলো হায়
তুমি ছিলে এত কাছে তাই
পৃথিবীতে স্বর্গ পেয়েছিলাম
তার স্নেহের স্পর্শে
সুখের গান গেয়েছিলাম
ভুলে গেলে কী করে
চলে গেলে বিয়ে করে
কাকে নিয়ে বাঁচবো আমি
বলবো কথা কর সাথে আমি
তোমায় পেয়ে পৃথিবী পেয়েছিলাম
তোমায় চাঁদ ভেবেছিলাম ।
আজ কোথায় মিলিয়ে গেলে হায়