Bichhede Vangbena Ghor Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
তোমার চলার পথে দিয়ে যাবো ভালোবাসা
বিনিময়ে কিছু নেবো না একটু মুখের হাসি
এটুকু আশা
তোলো গিটার খানা
গাঁও জীবনের জন্য জয়গান
ভুলে যাও পুরোনো অভিমান
নীল নীল আকাশে
ঠাণ্ডা ঠাণ্ডা বাতাসে
এসো তুমি
যাও মন ভরিয়ে
ঝিরঝির করে বৃষ্টি
প্রাণ যায় জুড়িয়ে
তোমার সুরে সুর বাঁধবো আমি
মানা কর না তুমি
প্রথম দিনের হাসির আড়ালে ছিল ব্যথা
বলে দিয়ে ছিল সব না বলা কথা
মানে মুচকি হাসির আনাগোনা
তোলো গিটার খানা
গাঁও জীবনের জন্য জয়গান
ভুলে যাও পুরোনো অভিমান
নীল নীল আকাশে
ঠাণ্ডা ঠাণ্ডা বাতাসে
এসো তুমি
যাও মন ভরিয়ে
ঝিরঝির করে বৃষ্টি
প্রাণ যায় জুড়িয়ে
দুচোখে স্বপ্ন এখনো আছে লেগে
আমি ছিলাম সারারাত জেগে
কিছু তো হয়েছে আমার মনে
থাকি আনমনে
মন চায় ভালোবাসা আরো কয়েক খানা
তোলো গিটার খানা
গাঁও জীবনের জন্য জয়গান
ভুলে যাও পুরোনো অভিমান
নীল নীল আকাশে
ঠাণ্ডা ঠাণ্ডা বাতাসে
এসো তুমি
যাও মন ভরিয়ে
ঝিরঝির করে বৃষ্টি
প্রাণ যায় জুড়িয়ে
তোমার চলার পথে দিয়ে যাবো ভালোবাসা
বিনিময়ে কিছু নেবো না একটু মুখের হাসি
এটুকু আশা