Chokh Thakte Kana Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
আমরা সবাই কানা
নেই কোনো সীমানা
ধর্ম অধর্ম কানা
প্রজা রাজা কানা
ভোট দিতে যাই জন কানা
সব জেনেও অজানা
বাজারে বেগুন কানা
সন্তানের শিক্ষা কানা
প্রেমে চরিত্র কানা
সবই শুধু মিথ্যা বাহানা
ও মন হোসনা কানা
ভাবিস পরকালের ভাবনা
জানিস পথই ঠিকানা
বাবুই ঝড়ের রাতে
থাকিস কেনো দুয়ারেতে
আমরা সবাই কানা
নেই কোনো সীমানা
ধর্ম অধর্ম কানা
প্রজা রাজা কানা
ভোট দিতে যাই জন কানা