Matti Khodo Lyrics
- Genre:Pop
- Year of Release:2025
Lyrics
মাটি খুঁড়ো মাটি খোঁড়
মাটি খুঁড়ো মাটি খোঁড়
খুঁড়ে দেখো ইতিহাস
অতীতের সর্বনাশ
৮০০ বছর পুরানো
তার আগে যেও না
ওদের ঝামেলা লাগবেনা
ভোটের বাক্স ভরবে না
আমাদের যোজনা মাটি খোরো যোজনা
মিটে যাবে গরিবের অভাব অনটনা
মারামারি লাগলেও
পিটাপিটি করলেও
ইংরেজ আসবেনা
কলার টা চেপে ধরো
মাটি খুঁড়ো মাটি খোঁড়
মাটি খুঁড়ো মাটি খোঁড়
খুঁড়ে দেখো ইতিহাস
অতীতের সর্বনাশ
৮০০ বছর পুরানো
তার আগে যেও না
ওদের ঝামেলা লাগবেনা
ভোটের বাক্স ভরবে না
ইংরেজ আসবেনা
কিন্তু চিন সুযোগ ছাড়বে না
ভাইয়ে ভাইয়ে মারামারি
ভেঙ্গে দেবে আরাআরি
কোর্টে বুঝি কাজ নেই একটাই যুদ্ধ
মাটি খুঁড়ো মাটি খোঁড়
মাটি খুঁড়ো মাটি খোঁড়
খুঁড়ে দেখো ইতিহাস
অতীতের সর্বনাশ
৮০০ বছর পুরানো
তার আগে যেও না
ওদের ঝামেলা লাগবেনা
ভোটের বাক্স ভরবে না