Aro Kachhe Eso Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
আরো ভালোবেসো
আরো কাছে এসো
তুমি বোঝনা
আমার মঞ্জে মনে না
বাজলে ঘুনরু তালের সারা পাই
বৃষ্টি ভেজা বাতাস আজ গেয়ে যাই
মনে আনন্দ তুমি কাছে এলে
ভালোবাসার ছোঁয়া তুমি দিয়ে গেলে
আরো ভালোবেসো
আরো কাছে এসো
তুমি বোঝনা
আমার মঞ্জে মনে না
ওঠো তুমি সুর ভেসে যায় বাতাস
ঝিরি ঝিরি ঝর্না ঝরে ঠাণ্ডাবাতাস
এক কৃষক বীজ বপন করে
কামনায় ভরা পাহারে
মখমল বিছানা পালতোলা
যেতে যেতে যেতে পারিনি
তবু আশা ছাড়িনি
পথে হলো দেরি
তাই যেতে পারিনি
তবু আশা ছাড়িনি
আরো ভালোবেসো
আরো কাছে এসো
তুমি বোঝনা
আমার মঞ্জে মনে না