Tumi Fire Eso Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
Intro
তুমি ফিরে এসো হয়ে অনন্য,
যখন নির্ঘুম থাকি তোমারি জন্য,
থাকি একা-একা যখন লাগে যে শূণ্য,
ভালোবেসে করো পূর্ণ ।
Chorus
কে তুমি
আসিয়াছ আমার আঙিনায়
কে তুমি
ভরিয়েছো মম মন
ভালোবাসায় ভালোবাসায়
Verse
ভালোবাসার খাচায় থেকো
মনে আকাশের ছবি একো
তুমি ফিরে এসো পাখির মত উরে
থাকো গো হৃদয় জুড়ে।
আমি থাকি তোমারই আশায়
Chorus
কে তুমি
আসিয়াছ আমার আঙিনায়
কে তুমি
ভরিয়েছো মম মন
ভালোবাসায় ভালোবাসায়
Verse
ক্লান্ত দুপুরের একমুঠো ছায়া হয়ে,
কষ্টগুলো দিয়ে যাও কিছু ধুঁয়ে।
তুমি আকাশ হয়ো না
মেঘে ঢেকে যাবে
তুমি সূর্য হয়ো না
নিমেষে ডুবে যাবে
দিন কাটে না কি যে নেশায়
Chorus
কে তুমি
আসিয়াছ আমার আঙিনায়
কে তুমি
ভরিয়েছো মম মন
ভালোবাসায় ভালোবাসায়
Outro
তুমি ফিরে এসো হয়ে অনন্য,
যখন নির্ঘুম থাকি তোমারি জন্য,
থাকি একা-একা যখন লাগে যে শূণ্য,
ভালোবেসে করো পূর্ণ ।