Buker Majhe ft. Juthi Akhi Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
বুকের মাঝে যেমন করে মনটা মিশে রয়
তেমন করে এ মনেতে রাখবো যে তোমায়।
যতন করে মনের ঘরে রাখতে যে চাই জনমভরে
বিনে সুতোয় মন পিঞ্জরে বান্ধিয়া মায়ায়।
তুমি কাছে থাকো যখন সবই লাগে ভালো
তোমার পাশে আঁধার মাঝেও লাগে চাঁদের আলো।
এক জীবনের পরেও যে মোন চায় শুধু তোমায়
বিনে সুতায় মন পিঞ্জরে বন্ধিয়া মায়ায়।
চোখের আড়াল হলে তুমি সবই এলোমেলো
মন আকাশে জমে রে মেঘ হয় যে আঁধার কালো।
একটা দিনও তোমায় ছাড়া বাঁচা যেন দায়
বিনে সুতায় মন পিঞ্জরে বন্ধিয়া মায়ায়।