Pakhi Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2024
Lyrics
মায়ার বাঁধন ছিন্ন করে
গেছে পাখি উড়ে
আমায় ছেড়ে কেমন করে
থাকে রে সে দূরে।
ও পাখি শুনলো না বারণ
তার বিরহে কান্দে শুধু
এই না অবুঝ মোন।
মনের বনে গহীন কোনে
ছিল যে তার বাসা
তারে নিয়া স্বপন দেইখা
মিটাইতাম তিয়াসা।
আমার স্বপন কাইরা নিয়া
গেল রে সে উড়াল দিয়া
দূরের কোন বন।।
তার বিরহে —————
বুঝলো না রে পাখি আমার
অবুঝ ভালোবাসা
খুজলো না রে তারই জন্য
এই মনেরই আশা।
মনটারে তাই ভাইঙ্গা দিয়া
রইলো যে তাই দূরে গিয়া
কান্দি সারাক্ষণ।।
তার বিরহে —————