Amar Bhubon Tomay Dibo Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
দিবানীশি মন যে আমার
তোমায় শুধু চায়
তোমায় নিয়ে সবকিছু যে
লাগে মধুময়।
কেমন করে বোঝাই তোমায়
কতই তুমি দামী
তোমার নামেই লিখে দিলাম
হৃদয় নামের জমি।
তুমি পাশে থাকলে পরে
যতই আসুক ঝর
পাশাপাশি থাকবো দুজন
হবো না যে পর।
এই না মোনে খুব যতনে
রাখবো তোমায় আমি।
তোমার নামেই লিখে দিলাম
হৃদয় নামের জমি।
দুঃখে সুখে হাসি মুখে
তোমায় পাশে চাই
জীবন মরণ তোমার সাথে
আর তো চাওয়া নাই।
আমার ভুবন তোমায় দেব
চাইলে পরে তুমি।
তোমার নামেই লিখে দিলাম
হৃদয় নামের জমি।