Jare A Mon Apon Vabe Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
যারে এমন আপন ভাবে
সে তো আপন নয়
স্বার্থ আঘাত লাগলে পরে
আপন চেনা যায়
হইলে পরে স্বার্থের শেষ
প্রকাশ কইরা আসল তার বেশ
পর হইয়া যায়
এই না ভবে শুধুই সবে
বেশ ধরিয়া রায়
সুখের পাখি হইয়া শুধু
পাশে থাকতে চায়
স্বার্থ সুতোয় টান পরিলে
আপন রূপেই যায়রে ফিরে
বোঝা বড়ই দায়
আয়েশা কাছে আপন হইবে
মন করিয়া জয়
সেই মানুষই কখন জানি
ভয়ের কারণ হয়
প্রয়োজন ফুরাইলে পরে
কাছে আইসা যতন করে
মনটা ভাইঙ্গা দেয়