Vaggolipi Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
ভাগ্যলিপি লিখল বিধি কেমন কালি দিয়া
ভাগ্য আমার খেলে শুধু আমাকে যে নিয়া
হারজিতেরি খেলায় শুধু আমার কেন হার
ভাগ্যে শুধু জোটে কেন যন্ত্রণার পাহাড়
কেউ বোঝে না মনের কথা করে সবাই ছল
যতন করে বুকের মাঝে জালাই রে অনল
ও আপন করে রাখি যারে আমায় ছেড়ে যাইরে দূরে
কইরা আমায় পর কইরা আমায় পর
দেখেনা কেও বুকের ব্যথা চোখের কোনে জল
মুখের হাসি সবাই দেখে আসলে নকল
সুখের পাখি গেছে উড়ে আমাকে যে একা করে
ভাইঙ্গারে অন্তর ভাইঙ্গা রে অন্তর