Ki Silo Je Mone Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2023
Lyrics
মন বান্ধিলাম প্রাণ বান্ধিলাম
বন্ধুয়ারই সনে
আগেতো বুঝি নাই ও তার
কি ছিলো যে মোনে।
না বুঝিয়া পাষাণ বন্ধুর
মনের রীতি
সরল মোনে তার সনে যে
হইলো রে পীড়িতি।
মন যে আমার জ¦লে পোড়ে
শুধু তারই কথা বলে
কেমনে বুঝাই তার বিরহ
সয় না যে আর প্রাণে।
বুঝলাম না তার মনেরই ভাব
বুঝলাম নারে গতি
বিনা দোষেই কইরা দোষী
করলো শেষে ক্ষতি।
ভুলে মায়ার রইলাম পরে
চক্ষু দুইটা জলে ভরে
মন যে আমার কাইন্দা মরে
প্রতিদিন প্রতিক্ষণে।