Premer Ban Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2024
Lyrics
প্রেমের বান
শিল্পী : সজীব শান
গীতিকবি : প্রসেনজিৎ ওঝা
সুরকার : প্রসেনজিৎ ওঝা
সংগীত আয়োজন : জয় সূত্রধর
লেবেল : প্রোটিউন
১৬/০১/২০২৪
তোর পরানে বান্ধা আছে
আমার পরান খান।
চোখের আড়াল হইলে বন্ধু
দিলে লাগে টান।
কোন যাদুতে আমার মনে
মারলি প্রেমের বান।।
চোখের আড়াল হইলে বন্ধু
দিলে লাগে টান।।
ভালোবাসার ভাব নদীতে
ভাসায় সুখের নাও।
তোরে নিয়া স্বপ্ন সাজাই
একবার দেইখা যাও ।।
হৃদয়পুরে তোরই সুরে
গায়রে পাখি গান।।
চোখের আড়াল হইলে বন্ধু
দিলে লাগে টান।।
আমার কথা ভুলে গেছি
তোরে দেখার পর।
তোর প্রেমেতে পাগল এ মন
পাগল এ অন্তর।। ২
দিনে রাতে তোর লাগিয়া
উতলা এই প্রান।।
চোখের আড়াল হইলে বন্ধু
দিলে লাগে টান।।