![Hok Bodnam](https://source.boomplaymusic.com/group10/M00/02/12/37fdb9489f0d4e5983d03271cfac0a90H1500W1500_464_464.jpg)
Hok Bodnam Lyrics
- Genre:Indian Music
- Year of Release:2025
Lyrics
যতো হয় হোক বদনাম
যাই হোক না পরিনাম
আমি তোমায় ভুলে থাকতে পারবোনা
আমি তোমায় কোনদিনও ছাড়বোনা।।
আমার এ প্রেম যদি সত্যি হয়
হবেই আমারই আর কারো নয়
আমি তোমারই মন করবো জয়
ও প্রিয়া ও সোনা।।
আমি ধন্য যদি তোমাকে পাই
দেখলে তোমায় স্বপ্নে হারাই
তুমি নেই যদি মোর কিছু নাই
বিশ্বাস কি করোনা।।