![Valobashi Toke ft. Rumi Khan](https://source.boomplaymusic.com/group10/M00/02/12/ca59e37e1dbb4e06af100eef43b3688fH3000W3000_464_464.jpg)
Valobashi Toke ft. Rumi Khan Lyrics
- Genre:Indian Music
- Year of Release:2025
Lyrics
ভালোবাসি তোকে যে খুব
প্রেমে তোর দিয়েছি যে ডুব
এই মন তোকে শুধু চায়
হাত বাড়িয়ে ডাকি আয়
ভালো রবো তুই থাকলে পাশে
রংধনু উঠবে মোর মন আকাশে।।
তোরি নরম হাতের ছোয়ায়
দে আমাকে পাগল করে
তোর হাঁসিতে স্বর্গ যেনো
পৃথিবীতে লুটিয়ে পড়ে।।
এই প্রেম তোকে দেবো সবই
আমি থাকি তোর আশাতে
নিস রে আছে প্রেম যতো সব
দেখে তোর হৃদয় হাসে।।