Sharthopor Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
এই শহরটা অনেক বড়
গলি আঁকাবাঁকা
তোরে নিয়েই ছিলো আমার
সুখের স্বপ্ন আঁকা
কিসের আশায় হইলিরে তুই
এতো অচেনা
অবুঝ এই মনটা আমার
কিছুই মানেনা
আমার সাদা সিদা জীবন টারে
করলি বালুচর
আমি বুইজা গেছি মাইয়ারে তুই
বড়ই স্বার্থপর।।
ইচ্ছেই যখন ছিলোরে তোর
করবি আমায় পর
রঙ্গিন সপ্নে কেনো আমায়
করলিরে বিভোর
আমায় আপন করে নিলি বুকে
রাখলি না খবর।।
আর কারো জীবন নিয়ে
করিস না তুই খেলা
বেলা শেষে ডুব্বে ঠিকি
জীবন নামের ভেলা
তোর অভিনয়ে করছে আমার
মনটারে পাথর।।