Tomay Charbona ft. Fahmida Badhan Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
মরতে আমি রাজি বন্ধু
তুমি যদি চাও
সইতে রাজি হাজার ব্যথা
তুমি যদি দাও
তোমার পাশে অন্য কাউকে মানতে পারবোনা
প্রান থাকিতে এই দেহেতে
তোমায় ছাড়বোনা
আমি প্রান থাকিতে এই দেহেতে
তোমায় ছাড়বোনা।।
পুড়তে পারি নরক জ্বালায়
ডুবতে পারি জলে
ছাড়তে পারি বান্ধব স্বজন
তুমি আমার হলে
তুমি বিনে এই ভুবনে
প্রাণে বাঁচবোনা।।
ধরতে রাজি জীবন বাজি
মরতে পারি প্রাণে
শুধু যদি সারা জনম
থাকো আমার সনে
এই দুনিয়ার সবচেয়ে প্রিয়
তুমি একজনা।।