Kobe Pabo Tor Dil Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
কাছাকাছি এলে তোর
রাত হয়ে যায় ভোর
যত দুরে যাই তবু
কাটে না প্রেমের ঘোর
দূরে ছুটে পালাস
কেন এত জ্বালাস
তাল বাহানা করিস না আয়
করি দুজন চিল
কবে পাবো তোর দিল
কবে হবে তোর সাথে মিল।।
পাই যদি তোকে
যাই বলুক লোকে
করি না পরোয়া কিছুই
গল্প কবিতা গান
ভুলে সব পিছুটান
হাত বাড়িয়ে তোর গালে ছুঁই
দূরে ছুটে পালাস
কেন এত জ্বালাস
তাল বাহানা করিস না আয়
করি দুজন চিল
কবে পাবো তোর দিল
কবে হবে তোর সাথে মিল।।
তোর বুকে দিলে ডুব
উষ্ণতা লাগে খুব
মন আর ছেড়ে যেতে চায়না
বলিস যদি কবুল
ফোটাবো সুখের ফুল
করবো পুরণ তোর সব বায়না
তাল বাহানা করিস না আর
বল আমারে তুই যে এবার
কবে আমি পাবো তোর দিল
কবে হবে তোর সাথে মিল।।