DMRC Theme Song Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
স্বপ্ন সাধনের সন্ধানে
মানুষের চির সাধনা
প্রতিযোগিতার এই অভিযানে
বিজয়ী চির কামনা
কারো জয় কারো পরাজয়
তবু থেমে নেই সম্ভাবনা
তুলনা নেই তুলনা
DMRC'র নেই তুলনা।।
একুশ শতকের প্রথম দশকে
DMRC'র যাত্রা শুরু
আলোর নির্দেশনা দেখাতে থাকেন জ্ঞানবান শিক্ষা গুরু
তাদেরই প্রচেষ্টার ফল
বিজয়ের এই নিশানা।।
DMRC'র এই গানে বলি
এখানে আগামী এখন
সত্য সুপথ দানে DMRC
করে পথ প্রদর্শন
কোন ভয় কোন সংশয়
কভু থামাতে পারবে না।।