Amar Moto Behaya Nai Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
যে আমারে আঘাত করে
থাইকা আমার মনের ঘরে
তবু কেন বারে বারে তারেই আমি চাই
আমি বুইঝা গেছি আমার মতো
বেহাইয়া বেহাইয়া
এই জগতে একটা ও তো আর নাই
১/ মনের বদল মন দিছিলাম
উজার কইরা তারে
কয়লা ছাড়া আগুন দিয়া
অন্তর পুইড়া মারে
দিনে রাইতে জ্বইলা মরি
জ্বলারতো শেষ নাই
2/ না ভাবিয়া নিজের জন্য
ভাবছি তারই কথা
সব বুঝে সে ইচ্ছা মতো
দিয়া গেলো ব্যথা
তার মতো পাষাণ মানুষের
নরকেও হবে না ঠাঁই।।