Ruper Maiya Lage Pori ft. Sinthiya Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
রূপের মাইয়া লাগে পরি
না তাকাইয়া কেমনে পারি
রূপের মাইয়া লাগে পরি
না তাকাইয়া কেমনে পারি
রসের কথা বইলো না
ভালোবাসার লোভ দেখাইয়া
মনটা লইয়া খেলো না
তোমায় আমি করমু আপন
আমার কথা ভুইলো না
ভালোবাসার লোভ দেখাইয়া
মনটা লইয়া খেলো না
তোমায় আমি করমু আপন
আমার কথা ভুইলো না
প্রেমে নাকি জ্বালা বেশি
সবাই পায় না সুখ
দেইখা তোমার চাঁদ বদনী
আশায় বাধলাম বুক
সর্বনাশা পিরিতে কইরা হায়রে
সর্বনাশা পিরিতি কইরা
ভালোবাসার লোভ দেখাইয়া
মনটা লইয়া খেলো না
তোমায় আমি করমু আপন
আমার কথা ফেলো না
ভালোবাসার লোভ দেখাইয়া
মনটা লইয়া খেলো না
তোমায় আমি করমু আপন
আমার কথা ফেলো না
বুক ফাটে তো মুখ ফোটে না
লোক লাজের ভয়
সুখের নীড়ে করমু বসত
স্বপ্ন তোমায় লয়ে
রসের কথা বইলো না
ভালোবাসার লোভ দেখাইয়া
মনটা লইয়া খেলো না
তোমায় আমি করমু আপন
আমার কথা ভুইলো না
ভালোবাসার লোভ দেখাইয়া
মনটা লইয়া খেলো না
তোমায় আমি করমু আপন
আমার কথা ভুইলো না