Jar Lagiya Kande Antor Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2023
Lyrics
যার লাগিয়া কান্দে অন্তর
সেই অন্তরায় কান্দে না।
যেই মোনেতে বান্ধে রে মোন
সেই মোনেতো বান্ধেনা।
তার লাগিয়া দু:খ নদী
মোনেতে যায় বইয়া
সেই পাষাণী মন ভাঙ্গিয়া
যায় রে পর হইয়া।
দুই নয়নে কান্দে শুধু
এক নয়নে কান্দে না।
যেই মোনেতে বান্ধে রে মোন
সেই মোনেতো বান্ধেনা।
মোনটা আমার হয় বিভাগী
বন্ধুরে না পাইয়া
সেই বন্ধুয়া হইলো রে পর
দূরে কোথায় যাইয়া।
মোনটা শুধু কান্দে হায়রে
সেই মোন তো কান্দে না।
যেই মোনেতে বান্ধে রে মোন
সেই মোনেতো বান্ধেনা।