Koi Roila Bondhu Re Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2024
Lyrics
কই রইলা বন্ধুরে পরানডারে জ্বালাইয়া
আরে কই রইলা বন্ধুরে পরানডারে জ্বালাইয়া
কেমনে পাবা আমারে থাকলে দূরে পালাইয়া
ডরাই তোমার ডাগর ডাগর চোখের নজরে
আমি ডরাই তোমার ডাগর ডাগর চোখের নজরে
সাহাস দিলে মনের কথা কইমু তোমারে
কইলে তোমার জায়গা দিমু বুকের ভিতরে
আরে সাহাস দিলে মনের কথা কইমু তোমারে
আহা কইলে তোমার জায়গা দিমু বুকের ভিতরে
কই রইলা বন্ধুরে পরানডারে জ্বালাইয়া
কেমনে পাবা আমারে থাকলে দূরে পালাইয়া
ডরাই তোমার ডাগর ডাগর চোখের নজরে
আমি ডরাই তোমার ডাগর ডাগর চোখের নজরে
সাহাস দিলে মনের কথা কইমু তোমারে
কইলে তোমার জায়গা দিমু বুকের ভিতরে
আরে সাহাস দিলে মনের কথা কইমু তোমারে
আহা কইলে তোমার জায়গা দিমু বুকের ভিতরে
নাই চোখে ঘুম জ্যোৎনা রাতে তোমায় ভাইবা কাটে
আমার মতো পুলা কি আর আছে এই তল্লাটে
দুষ্টু পোলা ঘুমের ঘোরে করো উকিঝুকি
মনের দুয়ার তোমার লাগাইগা ঠিকই খুইলা রাখি
আদর করে বসাও তোমার মনের শহরে
আমার আদর করে বসাও তোমার মনের শহরে
সাহাস দিলে মনের কথা কইমু তোমারে
কইলে তোমার জায়গা দিমু বুকের ভিতরে
আরে সাহাস দিলে মনের কথা কইমু তোমারে
আহা কইলে তোমার জায়গা দিমু বুকের ভিতরে
একবার বন্ধু পাইলে তোমায় বান্ধিতাম পরাণে
আমার মনের কথা কইতাম একলা নির্জনে
দেখলে তোমায় আমারও হায় কেমন জানি লাগে
বুকেতে জড়াইতে নিতে কেবলি সাধ জাগে
তবুও ডরাই তোমার ডাগর ডাগর চোখের নজরে
আমি ডরাই তোমার ডাগর ডাগর চোখের নজরে
সাহাস দিলে মনের কথা কইমু তোমারে
কইলে তোমার জায়গা দিমু বুকের ভিতরে
আরে সাহাস দিলে মনের কথা কইমু তোমারে
আহা কইলে তোমার জায়গা দিমু বুকের ভিতরে