Shanti Paina Bondhu Ami Lyrics
- Genre:Folk
- Year of Release:2023
Lyrics
শান্তি পাই না বন্ধু আমি, তুমি থাকলে গোপন
কোথায় আছো কেমন আছো ছটফট করে মন,
একটু খবর দিও রে বন্ধু নইলে বাঁচি না
তুমি সুখে থাকলে আমার নাই কোন ভাবনা।
হইতায় যদি বন্ধু তুমি আসমানেরই তারা
সারা নিশি জেগে জেগে দিতাম পাহারা
সুখে হইতাম আত্বহারা, দুঃখ কোন রইত না।
যেথায় তুমি থাকো বন্ধু কান পেতো বাতাসে
আমার কান্নার আওয়াজ শুনো যাচ্ছে ভেসে ভেসে
আছি আমি পাগল বেশে, আর কান্দাইও না
বনের পাখি হইলেরে আমি কবে দিতাম উড়া
ঘুরে ঘুরে তোমার হাতে দিতাম গিয়ে ধরা
সুহেল খাঁন সর্বহারা, তুমি বিনে নাই ঠিকানা