Prem Shikari Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2023
Lyrics
জরাইয়া মায়ার বানে, নিয়েছিলি বুকে টেনে
জরাইয়া মায়ার বানে, নিয়েছিলি বুকে টেনে
নিঠুর মনের স্বাদ মিটাইয়া করলি ফেরারী
আমায় নিঠুর মনের স্বাদ মিটাইয়া করলি ফেরারী
আমি তোর প্রেমের শিখার তুইতো শিখারী
আমি তোর প্রেমের শিখার তুইতো শিখারী (২)
প্রেম শিখাইয়া পোষ মানাইয়া করলিরে আকুল
বিস্বাসে মন সোপেছিলাম সেও কি ছিলো ভুল (২)
নিজের হাতে রাইখা নাটাই উড়াইলি ঘুরি বন্ধু
নিজের হাতে রাইখা নাটাই উড়াইলি ঘুরি
আমি তোর প্রেমের শিখার তুইতো শিখারী
আমি তোর প্রেমের শিখার তুইতো শিখারী (২)
সরল প্রাণে আগাত করা জানিরে সোজা
খাটি প্রেমের কি আর যায় কি বুজা (২)
মুরাদে কয় প্রেমের মর্ম, প্রেমের মর্ম যে জন বুজে
সেইতো দিশারী
আমি তোর প্রেমের শিখার তুইতো শিখারী
আমি তোর প্রেমের শিখার তুইতো শিখারী (২)
জরাইয়া মায়ার বানে, নিয়েছিলি বুকে টেনে
নিঠুর মনের স্বাদ মিটাইয়া করলি ফেরারী
আমায় নিঠুর মনের স্বাদ মিটাইয়া করলি ফেরারী
আমি তোর প্রেমের শিখার তুইতো শিখারী
আমি তোর প্রেমের শিখার তুইতো শিখারী (২)