Bondhu Tumi Manush Beshi Vala Na Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
বন্ধু তুমি মানুষ বেশি ভালানা
আমার ঘরে আইবা বলে কেন তুমি আইলানা
বন্ধু তুমি মানুষ বেশি ভালানা।।
কার কুঞ্জে থাকো রে বন্ধু
আমায় দিয়া জ্বালা
তোমার পিরীতের আগুনে আমার অঙ্গ পুড়ে কালা
একলা ছিলাম ভালা ছিলাম ছিলোনারে যন্ত্রণা।।
কোন বা সুখের টানে বন্ধু
ভাঙ্গলে আমার মন
তোমার চিন্তায় আমি হই পাগলের মতন
হ্মনে হাসি হ্মনে কান্দি একবার ও খোঁজ নিলানা।।
সুখের ঘরে থাইকো বন্ধু
মনের মানুষ লইয়া
মনে হইলে আমার কথা
ডাইকো নাম ধরিয়া
নির্মল দাসের মনের মানুষ কোনদিনও মরেনা।।