Monta Tomar Kalo Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
কেমনে বলি তোমায় ভালো মনটা তোমার অতি কালো
জনে জনে বিলাও তোমারএক মনের চাবি
কোন মুখেতে করো তুমি প্রশংসার দাবি
আমারে বানাইয়া তুমি জগতেরও দোষী
জানিনা কি সুখেই আছো হইছো কত খুশি
মিছা মায়ায় মন বান্ধিয়া আবার দূরে ঠেলে দিলা
অন্যের বুকে কেমনে ঘুমাও তাই সদায় ভাবি
ভিন মানুষের সংগ নিলা আমায় রেখে বায়ে
আমার দুঃখে দুঃখ হয়না পানি ছয়না গায়ে
থাকবা কইয়া আমার সনে হাত রাখিলা কার হাতে
সামরানেরে বানায় দিলা জন্মমের অভাবি