Amar Bondhur Mon Vala Na Pt.5 Lyrics
- Genre:Others
- Year of Release:2024
Lyrics
নিদয়ারে বাইসা ভালো...ওওও..
নিদয়ারে বাইসা ভালো
অন্তর পুইড়া কালা...
আমার বন্ধুর মন ভালানা
চেহারাটাই ভালা
আমার বন্ধুর মন ভালানা
চেহারাটাই ভালা
নিদয়ারে বাইসা ভালো...ওওও..
নিদয়ারে বাইসা ভালো
অন্তর পুইড়া কালা...
আমার বন্ধুর মন ভালানা
চেহারাটাই ভালা
আমার বন্ধুর মন ভালানা
চেহারাটাই ভালা....আ...
উজার করে জীবন যৌবন
সব সপিলাম যারে...এ..
সর্বোচ্চ বিলাইয়া দিলাম
সেই তাহারি তরে গো
সেই তাহারি তরে...
উজার করে জীবন যৌবন
সব সপিলাম যারে...এ..
সর্বোচ্চ বিলাইয়া দিলাম
সেই তাহারি তরে গো
সেই তাহারি তরে...
সে আমারে পর করিলো..ও...
সে আমারে পর করিলো
বুকে দিয়া জালা...আ
আমার বন্ধুর মন ভালানা
চেহারাটাই ভালা
আমার বন্ধুর মন ভালানা
চেহারাটাই ভালা....আ...
আমার চোখে দেখি তারে
সাত রাজার ও ধন....
তার চোখেতে আমি নাকি
বিসের ও মতন গো..
বিসের ও মতন
হায়রে আমার চোখে দেখি তারে
সাত রাজার ও ধন....
তার চোখতে আমি নাকি
বিসের ও মতন গো..
বিসের ও মতন
প্রেমও ফাঁশি দিয়া মোরে...এ..
প্রেমও ফাঁশি দিয়া মোরে
অন্যরে দেয় মালা...
আমার বন্ধুর মন ভালানা
চেহারাটাই ভালা
আমার বন্ধুর মন ভালানা
চেহারাটাই ভালা....আ...
আমার আমার করি যারে
সে তো আমার না...ই
তার বুকেতে হইয়া গেছে
পর মানুষের ঠাই গো
পর মানুষের ঠাই...
হায়রে আমার আমার করি যারে
সে তো আমার না...ই
তার বুকেতে হইয়া গেছে
পর মানুষের ঠাই গো
পর মানুষের ঠাই...
সামরানে কয় শেচবো কত....ও
সামরানে কয় শেচবো কত
দুখের নদী নালা.. আ
আমার বন্ধুর মন ভালানা
চেহারাটাই ভালা
আমার বন্ধুর মন ভালানা
চেহারাটাই ভালা
নিদয়ারে বাইসা ভালো...ওওও..
নিদয়ারে বাইসা ভালো
অন্তর পুইড়া কালা...
আমার বন্ধুর মন ভালানা
চেহারাটাই ভালা
আমার বন্ধুর মন ভালানা
চেহারাটাই ভালা
আমার বন্ধুর মন ভালানা
চেহারাটাই ভালা
আমার বন্ধুর মন ভালানা
চেহারাটাই ভালা...আ..