Premer Porinam Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
জাত কুলমান ভালোবাসা তুলিয়া নিলামে
বুক ভরিয়া দুঃখ পেলাম সুখের চড়া দামে
নিষ্ঠুরো বন্ধুয়া সুজন মন নিয়া সে দিলোনা মন
এই প্রতিদান পাইলাম আমি প্রেমের পরিণামে ।।
পাষাণেরে দিয়া হৃদয় ছটফটাইয়া মরি
বাঁচা না যায় মরনো দায় উপায় কি যে করি (২)
প্রেম করিয়া এই হইলো ফল
বুকের ভিতর বিষের অনল
ফুরায়িলাম নয়নের জ্বল শুধই তারই নামে ।।
সখ থাকিলে কইরো তোমরা সাধেরো পিরিতি
আমি তো সেই প্রেমের পথে টাইনা দিছি ইতি (2)
যার প্রেমেতে মজাইয়া মন
দেইখাছিলাম সুখের স্বপন
সেই দিয়াছে সাধের জীবন ভরিয়া বদনামে ।।