Ayre Bondhu Ay Lyrics
- Genre:Folk
- Year of Release:2023
Lyrics
গানঃ আয়রে বন্ধু আয়
কণ্ঠঃ সুলতানা ইয়াসমিন লায়লা
কথা ও সুরঃ পাগল মুস্তাক
সংগীতঃ মুন্সী জুয়েল
_
কলমের কালি যদি
যায় ফুরাইয়া যায়
রক্ত দিয়া লিখবো চিঠি
যদি বন্ধু চায়
তুই আয়রে বন্ধু আয়
আমার বুকে ধড়ফড়ায়
আঙুল কাটিয়া আমি
বানাইবো কলম
সাদা কাপড় হবে ডাইরি
যতই হয় জখম
লোক যদিও লাগায় মলম
বেদনার কি নিবে দায়
বুকের ব্যথা মুখে কি আর
প্রকাশ করা যায়
জ্বালার উপর আরও জ্বালা
দিসনা রে আমায়
থাকি আমি তোর ভাবনায়
আর কিছু না মনে চায়
মনটারে রাইখাছি বন্ধক
কেবল তোর আশায়
তুই আসিলে পাগল মুস্তাক
নতুন জীবন পায়
জড়াইয়া ধরিয়া গলায়
গান শোনাইবো বেহালায়