Premer Fande Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
প্রেমের ফান্দে
রেলগাড়ির ঐ কামরাতে
জানলার পাশের সিটেতে
কোন রসিয়া বইসাছিল ড্যাবড্যাবায়া তাকাইছিল
কী থেকে কী হয়ে গেল
পড়লাম প্রেমের ফান্দেতে!
রসিক ছ্যামড়া রসের হাঁড়ি
প্রেমে টইটম্বুর
রঙের কথা কইল কত
আনন্দে ভরপুর
তার ইশারায় নাচলাম মনে, ভূত চাপিল কান্ধেতে!
কী থেকে কী হয়ে গেল
পড়লাম প্রেমের ফান্দেতে!
পিরীত করা আছে মানা
করলে সর্বনাশ
কুল, সমাজ সব হারায়
নেশায় বসবাস
কী জাদু করলি মোরে, দিন কাটে তোর চিন্তাতে!
কী থেকে কী হয়ে গেল
পড়লাম প্রেমের ফান্দেতে!
দেহের ভিতর একখান মন
চঞ্চলা হরিণ
দৌড় পাড়িয়া দিল ধরা
বন্দি কাটে দিন
মন মজাইলি ছোকরা বন্ধু, মরলাম যে হায় নিন্দাতে
কী থেকে কী হয়ে গেল
পড়লাম প্রেমের ফান্দেতে!