![Dui Chokhe Legeche Tor Jhal](https://source.boomplaymusic.com/group10/M00/07/03/d141f17cc812492eafe844ca3865df2c_464_464.jpg)
Dui Chokhe Legeche Tor Jhal Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
দুই চোখে লেগেছে তোর ঝাল
ভালোবাসায় আজ বেসামাল
দুই চোখে লেগেছে তোর ঝাল
তুই ছাড়া কাটে না দিনকাল
তোরই কাছে পড়ে থাকে আমার এই মন
তোকে ছাড়া দেখি নারে বাঁচারই কারণ।।
তুই কাছে এলে
থাকে না আর দ্বিধা
তোর চোখ দেখিলে
হয়ে যাই ফিদা
তোর পরশের নিবিড়ে
হারাই যদি গভীরে
বেড়ে যায় পাগলামি মানি না শাসন।।
তোর প্রেম ঝড়ে
এই বুকে দেয় হানা
ছুঁয়ে দিতে তোকে
করি যে বাহানা
যদি মন দিশে হারায়
তোরই মাতাল ইশারায়
শুনি না আমি অজুহাতের বারণ।।