Lore Jao Priyo Bangladesh Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এক
সম্ভাবনার নাম
হাল ছেড়না যাও এগিয়ে
মুছে দাও সব বদনাম
লড়াই ছাড়া ক্রিকেট মাঠে
জয় পেয়েছে কে কবে
লড়ে যাও প্রিয় বাংলাদেশ
শেষ জয় তোমারই হবে।।
পারবে না কেউ রুখতে তোমায়
আসুক যতই বাধা
সঙ্গে আছি আমরা তোমার
বিশ কোটি জনতা
হাসি খুশি যাক ছড়িয়ে
দুর্বার অনুভবে।।
প্রাণে প্রাণে এক হয়ে
স্বপ্নটা হবে ধরতে
চাইলে তুমি পারবে ঠিকি
বিশ্বকে জয় করতে
লাল সবুজের সব ইতিহাস
অম্লান লেখা রবে।।