![Klanto ft. Krishnokoli](https://source.boomplaymusic.com/group10/M00/04/03/d89b37f441ff44659753d51e1b898207_464_464.jpg)
Klanto ft. Krishnokoli Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2024
Lyrics
ক্লান্ত হয়ে চোখের পাতা
বন্ধ ঘরে মনের কাঁটা
ক্লান্ত হয়ে চোখের পাতা
বন্ধ ঘরে মনের কাঁটা
দেখছি তারে খুঁজছি যারে হে
দেখছি তারে খুঁজছি যারে
অহর্নিশি পাবার আশা
ক্লান্ত আজ চোখের পাতা
স্মৃতির সুবাশ শুকনো ফুলে
একটু ছোঁয়া স্পর্শ তলে
স্মৃতির সুবাশ শুকনো ফুলে
একটু ছোঁয়া স্পর্শ তলে
বাঁধন ছিড়ে অস্তগামী
সূর্য ডোবে নোনতা জলে
ক্লান্ত আজ চোখের পাতা
ঝড়ের পাখি ডুকরে কাঁদায়
আসলে তুমি কোন সে ধাঁধাঁয়
ঝড়ের পাখি ডুকরে কাঁদায়
আসলে তুমি কোন সে ধাঁধাঁয়
উড়াল সুখে অক্কগুনে চোখের কোনে
মনে লুকায়
ক্লান্ত তাই চোখের পাতা
ক্লান্ত হয়ে চোখের পাতা
বন্ধ ঘরে মনের কাঁটা
ক্লান্ত হয়ে চোখের পাতা
বন্ধ ঘরে মনের কাঁটা
দেখছি তারে খুঁজছি যারে হে
দেখছি তারে খুঁজছি যারে
অহর্নিশি পাবার আশা
ক্লান্ত আজ চোখের পাতা