Gondi Periye Bondhu (Male Version) Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2020
Lyrics
হাতের মুঠোয় শব্দবাজি
ভেজা ভেজা আস্তিন
শেকড় পাচ্ছে
ফিরে আবার মাটি
তুমুল বৃষ্টি সারাদিন
হাতের মুঠোয় শব্দবাজি
ভেজা ভেজা আস্তিন
শেকড় পাচ্ছে
ফিরে আবার মাটি
তুমুল বৃষ্টি সারাদিন
ভেজা স্বপ্নের ভিড়
থম্থমে বাইপাসে
রঙ্গিন হচ্ছে দিনরাত
আবার ফিরে আসার
মোহরারম্বর গোপনেই তোলা থাক
ধুসর যত মুখ
রঙ্গিন হচ্ছে ক্রমে
ফানুসের মতো সময়
নীল নীল সুখ আর
বরফ ঠাণ্ডা আঁচ
বর্ষা নামিয়ে রাস্তায়
গণ্ডি পেরিয়ে বন্ধু দু'জন
তাই গণ্ডি পেরিয়ে বন্ধু দু'জন
কর্কশ মাটি খুঁড়ে
পাওয়া জল একতালু
ভালবাসা যেন
ঘষা কাঁচে দেখা মৃদু আলো
দূরবীনে রাখা চোখে
ক্লান্ত পরীরা ফিরে যাক
হলুদ খামেতে মোরা
কোন এক উড়োচিঠি
নতুন তাকেতে রাখা
সাজিয়ে হাজার স্মৃতি
আবার শুরু বাঁচা
তৈরী কোন বাঁক
ধুসর যত মুখ
রঙ্গিন হচ্ছে ক্রমে
ফানুসের মতো সময়
নীল নীল সুখ আর
বরফ ঠাণ্ডা আঁচ
বর্ষা নামিয়ে রাস্তায়
গণ্ডি পেরিয়ে বন্ধু দু'জন
তাই গণ্ডি পেরিয়ে বন্ধু দু'জন