Bhool Ar Shoor ft. Adittya Basak, Sabrina Shova, MD Omar Faruk Riad & Rajin Muhtadee Shihab Lyrics
- Genre:Soul
- Year of Release:2023
Lyrics
আমার শূণ্যতা জুড়ে একটা শুকনো গোলাপ
ডায়েরিতে চাপা পড়া কিছু ঘাসফুল।
চায়ের কাপে লেগে থাকা কিছু দুঃখ
আর মাঝরাতে জমা কষ্ট
তবুও পৃথিবী ছাড়িয়ে শূণ্যতায়
তোমার নামের তারা যদি হই?
সুখের চিঠি পৌঁছবে কি
তোমার বারান্দায়.......
আমার অস্তিত্ব একটা নিরেট আকাশ
ভেজা আগুনে ঝলসানো মেঘ
খসে যাওয়া স্মৃতিতে কর্পূর
রোদ মাখানো জরোসরো ভুল আর সুর