Jean Kay Lyrics
- Genre:Alternative
- Year of Release:2023
Lyrics
আকাশ নিলো নিমেষে
পকেটে পুরে
ফরাসি বন্ধু পাশে এই
গভীর সমুদ্দুরে
আগুন চোখ দেখে
বারুদ জ্বলে বুকে
ভয় গিলে চুমুকে
ডানা মেলে সাহসে
জ্যাঁ কে জ্যাঁ কে জ্যাঁ কে
মুক্তিযুদ্ধেরই একাত্তরে
কাহিনী শুধু যাচ্ছে রেখে
না কোনো রূপকথার গল্প-গাঁথা
সংগ্রামী জবাব চোখে
খুব সাহসী
সহসা ভিনদেশী
সুনামি ঝোড়ো হাওয়া
হয়ে এলো সে
কাহিনী নির্বাসিত
রক্তে প্লাবিত
লোহিত যুদ্ধ শেষে
শত্রু পরাজিত
আগুন চোখ দেখে
বারুদ জ্বলে বুকে
ভয় গিলে চুমুকে
ডানা মেলে সাহসে
জ্যাঁ কে জ্যাঁ কে জ্যাঁ কে
মুক্তিযুদ্ধেরই একাত্তরে
কাহিনী শুধু যাচ্ছে রেখে
না কোনো রূপকথার গল্প-গাঁথা
সংগ্রামী জবাব চোখে