Ami Botole Purechi Kanna ft. Kalika Prasad Bhattacharya Lyrics
- Genre:Alternative
- Year of Release:2017
Lyrics
আমি বোতলে পুরেছি কান্না
আমি অনাহারে খুঁজি দম্ভ
আমি চাইনি সবুজ পান্না
আমি ভেঙেছি স্মৃতির স্তম্ভ
আমি হাবভাবে নেই সন্ন্যাস
আমি আদতে বিষয়ী বুদ্ধি
আমি তুষের আগুনে উল্লাস
আমি নিরাময়-হীন শুদ্ধি
আমি সময়ের চোখে ডাস্টবিন
আমি বিবেকের কাছে উৎপাত
আমি বাকির ফাঁকির ক্যানটিন
আমি বিপ্লব চেয়ে চিৎপাত