Padma Nadir Nouka Bhirlo ft. Parambrata Chatterjee & Kalika Prasad Bhattacharya Lyrics
- Genre:Alternative
- Year of Release:2017
Lyrics
পদ্মা নদীর নৌকা ভিড়লো
হুগলি নদীর চরে
বাড়ির কাছেই আরশিনগর
পড়শী বসত করে
পড়শী আমার পশ্চিম জুড়ে
পড়শী আমার পূবে
নাও যদি ছুঁয়ে জল দেখো ঠিক
পড়শিও এসে ছুঁবে।
যত দূর যায় চোখ যত দূর
পালে লাগে সু-বাতাস
যা কিছুই দেখি সবই তো আমার
পড়শীর ইতিহাস
যা কিছুই দেখি সবই তো আমার
পড়শীর ইতিহাস
হয়তো পড়শি জানে না কিছুই
অনেক উঁচুতে ঘর
অলি-গলি হীন রাজ-পথ জুড়ে
তার জীবন সফর
তার জীবন সফর
পড়শী-ও তার পড়শী কে খোঁজে
পড়শী-ও খোঁজে ঘর
পড়শীর নাও ভেসে গেছে জলে
খুঁজতে অন্য চর
তবু জানি ঠিক পড়শীর ঘরে
ভাত-ডাল জুটে যাবে
মন যদি ছয় পড়শি কে ঠিক
পড়শীর-ও মন ছুঁবে।
মন যদি ছয় পড়শি কে ঠিক
পড়শীর-ও মন ছুঁবে।
পদ্মা নদীর নৌকা ভিড়লো
হুগলি নদীর চরে
বাড়ির কাছেই আরশিনগর
পড়শী বসত করে