Eshechhe Shorot | Shiuli Photar Gondhe (Live) ft. Bemanan & Arunendu Das Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2022
Lyrics
শিউলি ফোটার গন্ধে ভরিয়ে
ভোরের ঘাসে শিশির ছড়িয়ে (গো)
পেঁজা মেঘে এসেছে শরৎ বুঝি আজ।
রোদে সোনা রঙ লাগিয়ে
কাশের বনে ঢেউ জাগিয়ে (গো)
হওয়ায় বয়ে এনেছে আগমনী সাজ।
শিউলি ফোটার গন্ধে ভরিয়ে
ভোরের ঘাসে শিশির ছড়িয়ে (গো)
পেঁজা মেঘে এসেছে শরৎ বুঝি আজ।
রোদে সোনা রঙ লাগিয়ে
কাশের বনে ঢেউ জাগিয়ে (গো)
হওয়ায় বয়ে এনেছে আগমনী সাজ।
দশভূজা দুর্গাপূজার
দিন বেশি নেই বাকি আর
দিকে দিকে সেই আয়োজন
ঢাকে তার তুলেছে আওয়াজ।
শিউলি ফোটার গন্ধে ভরিয়ে
ভোরের ঘাসে শিশির ছড়িয়ে (গো)
পেঁজা মেঘে এসেছে শরৎ বুঝি আজ।
থাকিনা যতই কেন দূর
ছুঁয়ে ছুঁয়ে প্রাণে সেই সুর
থেকে থেকে উদাসী এ মন
বৃথা করে দেয় যত কাজ।
শিউলি ফোটার গন্ধে ভরিয়ে
ভোরের ঘাসে শিশির ছড়িয়ে (গো)
পেঁজা মেঘে এসেছে শরৎ বুঝি আজ।
রোদে সোনা রঙ লাগিয়ে
কাশের বনে ঢেউ জাগিয়ে (গো)
হওয়ায় বয়ে এনেছে আগমনী সাজ।
শিউলি ফোটার গন্ধে ভরিয়ে
ভোরের ঘাসে শিশির ছড়িয়ে (গো)
পেঁজা মেঘে এসেছে শরৎ বুঝি আজ।
এসেছে শরৎ বুঝি আজ
এনেছে আগমনী সাজ।
এসেছে শরৎ বুঝি আজ
এনেছে আগমনী সাজ।
এসেছে শরৎ বুঝি আজ
এনেছে আগমনী সাজ।
এসেছে শরৎ বুঝি আজ
এনেছে আগমনী সাজ।